শনিবার ১৯ মার্চ ২০২২ - ১৮:০৭
ইমাম রেজা (আ.)-

হাওজা / হযরত ইমাম মাহদী (আ.)-এর জন্মের বরকতময় ও শুভ রজনী উপলক্ষে নেদারল্যান্ডের এক তরুণী ইমাম রেজা (আ.)-এর মাজারে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, হযরত ইমাম মেহেদী (আ.)-এর জন্মের বরকতময় ও শুভ রাত্রি উপলক্ষে নেদারল্যান্ডের এক তরুণী ইমাম রেজা (আ.)-এর মাজারে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এই বিষয়ে, ইমাম রেজা (আ.) এর মাজারের বিদেশী যিয়ারতকারীদের সহযোগিতায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে একজন ৩৩ বছর বয়সী খ্রিস্টান মহিলা, ধর্মীয় আলেমদের সাথে পরামর্শ করার পরে ইসলাম গ্রহণ করেন।

ইসলাম ধর্ম গ্রহণের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, অনেক অধ্যয়ন, গবেষণার পর তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে, ইসলামই সত্য ও পূর্ণাঙ্গ ধর্ম, কিছু আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব যারা মুসলিম ছিলেন, তাদের সাথে তিনি ইসলাম ধর্ম সম্পর্কে পরিচিত হন।

অনুষ্ঠান শেষে ইমাম আলী রেজার (আ.) মাজার প্রশাসনের পক্ষ থেকে তরুণী মুসলিম নারীকে বই ও অন্যান্য পবিত্র উপহারও দেওয়া হয়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha